উদ্যানতাত্ত্বিক ফসলের গবেষণা জোরদারকরণ এবং চর এলাকায় উদ্যান ও মাঠ ফসলের প্রযুক্তি বিস্তার প্রকল্পের আয়োজনে গত ১১/০৮/২০২০ ইং তারিখে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, চাঁপাইনবাবগন্জ এর হলরুমে “আমের ক্ষতিকারক পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয় । কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কমলারঞ্জন দাশ, অতিরিক্ত সচিব , কৃষি মন্ত্রনালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক, জনাব নজরুল ইসলাম ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আম গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগন্জ এর মুখ্যবৈজ্ঞানিক কর্মকর্তা হরিদাশ মন্ডু। প্রধান অতিথি বলেন, আমাদের ফল ও ফসল উৎপাদনে বিপ্লব ঘটলেও রাসায়নিক উপকরণ বিশেষ করে রাসায়নিক বালাইনাশক যথেচ্ছ ব্যবহারে আমরা বর্তমানে এক জটিল পরিবেশ সমস্যায় বন্দী হয়ে পড়েছি। রাসায়নিক কৃষি উপকরণের এলোপাথাড়ি ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়ায় জলে, স্থলে, অন্তরীক্ষে বাড়ছে দুষণের মাত্রা। জনস্বাস্থ্য হচ্ছে মারাত্বক হুমকির সম্মুখীন। এ অবস্থা থেকে উত্তরনের জন্য সারা পৃথিবীতে এখন জৈব কৃষির প্রতি আগ্রহ বাড়ছে। সে ধারাবাহিকতায় বালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক ব্যবহারে আমরা উৎসাহিত করছি । কারণ উদ্ভিজ্জ বালাইনাশক পরিবেশের কোন ক্ষতি করে না। জৈব বালাইনাশকের প্রভাবে ক্ষতিকর পোকার বৃদ্ধি ব্যহত হলেও উপকারী পোকামাকড়ের উপর বিরূপ প্রতিক্রিয়া নেই। মাটির অণুজীব কেঁচো, মাছ, পাখি ও গবাদি পশুর উপর কোন পার্শ্ব প্রতিক্রিয়া করেনা।
জমিতে স্প্রে করার সাথে সাথে ফসল তোলা ও ব্যবহার করা যায় এবং জৈব বালাইনাশকের কোন দীর্ঘ মেয়াদী অবশিষ্টাংশ বিদ্যমান থাকেনা বলে পরিবেশের জন্য নিরাপদ। পরিশেষে তিনি উপস্থিত সকলকে জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তির তথ্য মাঠ পর্যায়ে পৌঁছে দেয়ার আহবান জানান।